ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খানসামায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
খানসামায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু প্রতীকী ছবি

দিনাজপুর: দিনাজপুরের খানসামায় পুকুরের পানিতে ডুবে হামিম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) দুপুরের দিকে উপজেলার খামারপাড়া ইউনিয়নের দুহশুহ গ্রামের বান ভাসিপাড়ায় এ ঘটনা ঘটে।

 

নিহত হামিম একই এলাকার বাসিন্দা মুছা ইসলামের ছেলে। সে স্থানীয় একটি স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়তো বলে জানা গেছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দুপুরে বৃষ্টি শুরু হলে হামিমসহ কয়েকজন শিশু মিলে পুকুরের পাশে খেলা শুরু করে। এক পর্যায়ে পা পিছলে পুকুরে পড়ে যায় সে। শিশুদের চিৎকার শুনে স্থানীয়রা এসে হামিমকে অচেতন অবস্থায় উদ্ধার করে খানসামায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হামিমকে মৃত ঘোষণা করেন।  

শিশুর মৃত্যুর বিষয়টি খানসামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় নিশ্চিত করেছেন।  

এদিকে, প্রধানমন্ত্রীর মানবিক কর্মসূচির আওতায় জেলা প্রসাশনের পক্ষ থেকে নিহত শিশু হামিমের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ সময় উপজেলা উপ-সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুশীতল গোবিন্দ দেব উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।