ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে ট্রাকচাপায় কৃষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
টাঙ্গাইলে ট্রাকচাপায় কৃষক নিহত প্রতীকী ছবি

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকচাপায় মো. লতিফ মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (১৭ আগস্ট) টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করটিয়া চরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লতিফ ওই গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে।  

নিহতের ভাই আব্দুল জলিল মিঞা জানান, সকালে লতিফ ওই মহাসড়কের চরপাড়া গ্রামে বাড়ির সামনে সড়ক বিভাজনের মধ্যে তার চাষকৃত ডাটা শাক তুলতে যান। এ সময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রাক বেপরোয়া গতিতে এসে সড়ক বিভাজনে ধাক্কা দেয়। এতে সড়ক বিভাজনে দাঁড়িয়ে থাকা লতিফ মহাসড়কে ছিটকে পড়লে ট্রাকচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ প্রসঙ্গে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।  

তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।