ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে ব‍্যাটারির শর্ট সার্কিট থেকে বাসে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
ময়মনসিংহে ব‍্যাটারির শর্ট সার্কিট থেকে বাসে আগুন

ময়মনসিংহ: ওয়ার্কসপে কাজ করার সময় ব‍্যাটারির শর্ট সার্কিট থেকে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটির বেশির ভাগ অংশ পুড়ে গেছে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুর দেড়টায় ময়মনসিংহ নগরীর চরকালীবাড়ি ময়লাকান্দা এলাকার একটি ওয়ার্কসপে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়দের মধ‍্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ময়মনসিংহ ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার মো. এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার প্রত‍্যক্ষদর্শী ও ওয়ার্কশপ শ্রমিক মো. জাকির হোসেন জানান, শেরপুর ময়মনসিংহ সড়কে চলাচল করা সোনার বাংলা বাসটিতে আমি কাজ করছিলাম। এ সময় হঠাৎ বাসের ভেতরে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে- বাসের ব‍্যাটারির শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দের বক্তব্য জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।