ঢাকা, শনিবার, ৯ আষাঢ় ১৪৩১, ২২ জুন ২০২৪, ১৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

ঢাকা-মাওয়া রুটে চললো রেলের ট্র্যাক কার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
ঢাকা-মাওয়া রুটে  চললো রেলের ট্র্যাক কার

ঢাকা: ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত দুই মাস পরেই যাত্রীবাহী রেল চালু করার কথা এরইমধ্যে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা থেকে ভাঙ্গা অংশে রেললাইন নির্মিত হচ্ছে দুই অংশে।

 

গত ৪ এপ্রিল ভাঙ্গা থেকে পদ্মা সেতু হয়ে মাওয়া পর্যন্ত পরীক্ষামূলক রেল চলাচল শুরু করে।  এ পথের বাকি অংশ মাওয়া থেকে ঢাকায় এবার পরীক্ষামূলক ট্র্যাক কার চালানো হয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে ট্র্যাক কারটি ঢাকার গেন্ডারিয়া রেল স্টেশন থেকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের উদ্দেশে যাত্রা শুরু করে।   

শনিবার (১৯ আগস্ট) দীর্ঘ পথপাড়ি দিয়ে বেলা সাড়ে ১১টার দিকে পরীক্ষামূলক ট্র্যাক কারটি মাওয়া এসে পৌঁছায়।

এ সময় ঢাকা থেকে রেলপথে মাওয়া স্টেশনে আসেন রেলওয়ের ডিজি কামরুল হাসান, বিগ্রেডিয়ার জেনারেল জামিউল ও কর্নেল মো. ফারুক হোসেন।

চলতি পথে ট্র্যাক কারটিতে থাকা পর্যবেক্ষক দল ঢাকা-মাওয়া অংশে স্থাপিত রেল লাইনের বিভিন্ন পয়েন্টে ও স্টেশনে ত্রুটি-বিচ্যুতিগুলো পর্যবেক্ষণ করে। পরে মাওয়া থেকে দুপুর ১২টার দিকে ট্র্যাক কারটি ভাঙ্গার উদ্দেশে ছেড়ে যায়।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা আগস্ট ১৯ , ২০২৩
এনবি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ