ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় ২০ হাজার কেজি হাঙরের শুঁটকি জব্দ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
পাথরঘাটায় ২০ হাজার কেজি হাঙরের শুঁটকি জব্দ

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটার নতুন বাজার সংলগ্ন খালের পাড়ে অভিযান চালিয়ে ৫ কোটি টাকা মূল্যের ২০ হাজার কেজি হাঙরের শুঁটকি জব্দ করেছে কোস্টগার্ড।  

রোববার (২০ আগস্ট) দুপুরের দিকে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লঞ্চঘাট এলাকা থেকে এ শুঁটকি হাঙর জব্দ করা হয়।

জব্দকৃত হাঙর সরকারি গেজেট অনুযায়ী ২৫০০ টাকা কেজি হিসেবে ২০ হাজার কেজির মূল্য ৫ কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল বলেন, পাথরঘাটা পৌরসভার নতুন বাজার খাল সংলগ্ন একটি শুঁটকি পল্লিতে হাঙর শুকানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মাসুদুর রহমানের নেতৃত্বে দুপুর সাড়ে ১২টার দিকে ওই শুঁটকি পল্লিতে অভিযান পরিচালনাকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে লোকজন পালিয়ে যায়। এ সময় শুকানো অবস্থায় ২০ হাজার কেজি হাঙর জব্দ করা হয়। যা সরকারি গেজেট অনুযায়ী ২৫০০ টাকা কেজি হিসেবে ২০ হাজার কেজির মূল্য ৫ কোটি টাকা হবে।

তিনি আরও বলেন, জব্দকৃত হাঙরগুলো পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বন বিভাগের বিট কর্মকর্তা মহিবুর রহমান বলেন, কোস্টগার্ডের পক্ষ থেকে ২০ হাজার কেজি হাঙর হস্তান্তর করার পরে তা কেরোসিন দিয়ে নষ্ট করে মাটিতে পুঁতে রাখার সিদ্ধান্ত হয়। যার প্রক্রিয়া চলমান।

এদিকে মৎস্য ও প্রাণিসম্পদ বিশেষজ্ঞদের মতে এটি হাঙর নয়, ছুরি। এটি আইনে অবৈধ নয়। আইন অনুযায়ী বৈধ। তবে অভিযানের সময় কোস্টগার্ড, বন বিভাগসহ আইনশৃঙ্খলা বাহিনী‌ বিশেষভাবে গুরুত্ব দিয়ে কাজ করা উচিত বলে মনে করেন‌ তারা।

এটি বাংলায় নাম ছুরি, কেলা, কোদালনাক, ইংরেজির নাম-Spadenose shark, বৈজ্ঞানিক নাম-Scoliodon laticaudus। এটি বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ অনুযায়ী অবৈধ নয়।

তবে এ বিষয়ে কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মাসুদুর রহমান বলেন, জব্দকৃত মাছ হাঙর বলে বনবিভাগ আমাদের নিশ্চিত করেছে।  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।