ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় দুই চালককে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় দুই চালককে জরিমানা

ফেনী: ফেনীতে হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় দুই পরিবহণ চালককে জরিমানা করা হয়েছে।  

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবীপুর এলাকায় হাইওয়ে থানার সামনে অভিযান চালিয়ে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুদ্দোজা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. বদরুদ্দোজা ও পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট তানভীর আহমেদের নেতৃত্বে শব্দ দূষণ রোধে অভিযান চালানো হয়। এ সময় সরকার নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করে শব্দ দূষণের অপরাধে একটি বাস ও একটি ট্রাককে এক হাজার করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. তানভীর হোসেন বলেন, শব্দ দূষণ রোধে বাস ও ট্রাক মালিক ও চালকদের হাইড্রোলিক হর্ন ব্যবহার না করতে বার বার নিষেধ করা হয়েছে। তবু কিছু কিছু বাস-ট্রাকে উচ্চস্বরে হর্ন ব্যবহার কারা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
এসএইচডি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।