ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় পানিতে ডুবে কিশোরের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
আশুলিয়ায় পানিতে ডুবে কিশোরের মৃত্যু 

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় বংশী নদীর পাশে গর্তের পানিতে ডুবে জিহাদ (১৭) নামের এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২২ আগস্ট) রাতে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

 

এরআগে, বিকেল আশুলিয়ার ডগরতলী এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ডুবরি দল মরদেহ উদ্ধার করে।  

নিহত জিহাদ আশুলিয়ার ভাদাইল মধ্যপাড়া এলাকার জহিরুল ইসলাম ছেলে। সে তার বড় ভাইয়ের ‘রিয়াজ টেলিকম’ নামের দোকানে বসতেন বলে জানা যায়।

নিহতের বড় ভাই রিয়াজ জানান, বিকেলে কয়েকজন বন্ধু মিলে আশুলিয়ার ডগরতলী এলাকার বংশী নদীর পানি বাড়ায় সেখানে দেখতে যায় তারা। এসময় হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় দৌড় দিতে গিয়ে রাস্তার পাশে গর্তের পানিতে পড়ে যায় জিহাদ। পরে ফায়ার সার্ভিসকে খবর পেলে তারা ঘটনাস্থলে এসে একটি ডুবুরি দলকে খবর দেন। পরে ডুবুরি দল ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে।

সাভার ডিইপিজেড ফায়ার সার্ভিসের ডুবরি দলের লিডার এমদাদুল হক বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। পরে নিহতের মরদেহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ভজন চন্দ্র রায় বলেন, নিহতের বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তাই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা ২৩ আগস্ট, ২০২৩
এসএফ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।