ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভ্রমণের আড়ালে মাদকের কারবার, গাঁজাসহ দম্পতি আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
ভ্রমণের আড়ালে মাদকের কারবার, গাঁজাসহ দম্পতি আটক আটক দম্পতি

ঢাকা: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি চক্রে জড়িত এক দম্পতিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩।

আটকরা হলেন- চক্রের হোতা আব্দুল করিম (৫৫) এবং তার স্ত্রী ও অন্যতম সহযোগী সেলিনা বেগম ওরফে শিউলি (৪০)।

অভিযানে তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা, সাড়ে ১৭ কেজি কেজি শুকনা বরই ও ৩৮ হাজার ৬৪০ টাকা উদ্ধার করা হয়েছে।  

বুধবার (২৩ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকা থেকে তাদের আটক করা হয়।  

র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটক আব্দুল করিম একজন মাদক কারবারি সিন্ডিকেটের হোতা। তারা দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর বেশে এক জায়গা থেকে অন্যত্র ভ্রমণ করার আড়ালে চক্রের অন্যান্য সহযোগীদের সঙ্গে যোগসাজশে বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থালির প্রয়োজনীয় দ্রব্যাদির নামে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে বড় বড় মাদকের চালান নিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ আগস্ট) রাতে তারা ১২ কেজি গাঁজার একটি চালান নিয়ে রাজধানীতে আসার পথে র‌্যাব-৩ এর কাছে আটক হয়।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
এসজেএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।