ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাল্যবিয়ে দেওয়ার চেষ্টায় মেয়ের বাবাকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
বাল্যবিয়ে দেওয়ার চেষ্টায় মেয়ের বাবাকে জরিমানা

নড়াইল: নড়াইলের কালিয়ায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া কিশোরী মেয়েকে (১৪) বাল্যবিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে বাবাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার চাচুড়ি ইউনিয়নের কদমতলা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চাচুড়ি পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে বিয়ে দেওয়া হচ্ছে -এমন খবর পেয়ে বিকেলে বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করা হয়। বাল্যবিয়ের আয়োজন করায় ওই ছাত্রীর বাবা নজরুল শেখকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।  

এ সময় রান্না করা খাবার জব্দ করে পাশের পুরুলিয়া দারুল কোরান হাফেজিয়া মাদরাসায় এতিমদের মাঝে বিলিয়ে দেওয়া হয়।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ওই কিশোরীর বাবা এ বিয়েতে সহযোগিতা করায় তাকে জরিমানা করাসহ মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।