ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁদে সফল অভিযানে ভারতকে অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
চাঁদে সফল অভিযানে ভারতকে অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ঢাকা : চন্দ্রাভিযান সফল হওয়ায় ভারতকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বৃহস্পতিবার (২৪ আগস্ট) এক্সে (আগের নাম টুইটার) তিনি এ অভিনন্দন জানান।

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, চাঁদে চন্দ্রযান-৩ এর প্রথম সফল অবতরণের জন্য ভারতকে অভিনন্দন। ইতিহাসে মাত্র চারটি দেশ এই বিশাল গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করতে পেরেছে, যা বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছুই বলে।

মহাকাশে দীর্ঘ এক মাসেরও বেশি দিনের যাত্রা শেষে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩ চাঁদের বুকে অবতরণ বা ‘সফট ল্যান্ডিং’য়ের প্রথম লক্ষ্য সফলভাবে অর্জন করে, যা ভারতকে বিশ্বের এলিট ‘স্পেস ক্লাবে’ জায়গা করে দেয়।

বুধবার (২৩ আগস্ট) ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে এই ঐতিহাসিক সাফল্যের মধ্যে দিয়ে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ভারত এই গৌরব অর্জন করে – আর চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণের দিক থেকে তারাই হয় প্রথম দেশ।

গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চন্দ্রযান-৩ এর এই যাত্রা শুরু হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২

এমএম/আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।