ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় কারখানার ড্রেনে পড়ে দগ্ধ শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
ফতুল্লায় কারখানার ড্রেনে পড়ে দগ্ধ শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা ফেব্রিক্স কারখানার গরম পানির ড্রেনে পড়ে দগ্ধ শ্রমিক জামাল খানের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনার ৬দিন পর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

মৃত জামাল খান ঝালকাঠি জেলার কাঁঠালিয়া এলাকার মৃত. ছোমেদ খানের ছেলে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাব উদ্দিন জানান, গত ১৯ আগস্ট সকাল সাড়ে ১০টার সময় ফতুল্লার রেললাইন বটতলা এলাকায় অবস্থিত ফতুল্লা ফেব্রিক্স কারখানার ভেতরে মেশিন পরিষ্কারের সময় গরম পানির ড্রেনে পড়ে যায় জামাল। এ সময় তাকে গুরুতর দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। তার শরীরের অধিকাংশ স্থান দগ্ধ হয়েছে। ৬দিন তিনি চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, মৃতের পরিবার ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের আবেদন করেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।