ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
ঝালকাঠিতে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, আহত ৪

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে বরিশাল পটুয়াখালী মহাসড়কের উপর বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে হয়েছে রোগীসহ চারজন আহত হয়েছেন।  

শুক্রবার (২৫ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্সের সঙ্গে ইসলাম পরিবহণের  মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা রোগীসহ চারজন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।  

ওসি মুহাম্মদ আতাউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সড়ক থেকে অ্যাম্বুলেন্সটি সরিয়ে নেওয়া হয়েছে। বাসটি আমাদের হেফাজতে রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।