ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় অটোভ্যান দুর্ঘটনায় চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
মাগুরায় অটোভ্যান দুর্ঘটনায় চালক নিহত

মাগুরা: মাগুরার মহম্মদপুরে ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক মো. আকরাম মোল্যা (৫৫) নিহত হয়েছেন।

শনিবার (২৬ আগস্ট) দুপুরের দিকে উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতের বড় ছেলে আজমীর মোল্যা জানান, তার বাবা আকরাম মোল্যা অটোভ্যানে একজন যাত্রী নিয়ে বালিদিয়ার দিকে আসছিলেন। পথে সড়কের বড়রিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে অটোভ্যানের নিয়ন্ত্রণ হারান আকরাম। এ সময় রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পান তার বাবা। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বালিদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মফিজুর রহমান মিনা জানান, সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।