ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কারাগারে থেকেও আ.লীগের মিছিলে হামলা মামলার আসামি যুবদল নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
কারাগারে থেকেও আ.লীগের মিছিলে হামলা মামলার আসামি যুবদল নেতা

হবিগঞ্জ: পুলিশের ওপর হামলার অভিযোগে এক সপ্তাহ ধরে হবিগঞ্জ কারাগারে আছেন জেলা যুবদলের সহসভাপতি তৌফিকুল ইসলাম (৪২)।  

তিনি কারাগারে থাকা অবস্থায় আওয়ামী লীগের মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি করা হয়েছে তাকে।

 

শনিবার (২৬ আগস্ট) দায়ের করা মামলাটির ৩৭ নম্বর আসামি করা হয়েছে তৌফিকুল ইসলামকে।

হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে রুবেল।

কারাগারে থাকার পরও যুবদল নেতাকে আসামি করায় বিস্ময় প্রকাশ করেছেন বিএনপি নেতারা।

জেলা বিএনপির কয়েকজন নেতা জানান, গত ১৯ আগস্ট হবিগঞ্জ শহরে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরদিন জেলা যুবদলের সহসভাপতি তৌফিকুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ। তখন থেকেই তিনি কারাগারে রয়েছেন।

নেতারা জানান, যেদিন রুবেলকে কারাগারে পাঠানো হয়; আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ হয়েছে সেদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত। এ ঘটনায় হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী একটি মামলা দায়ের করেন। অথচ ঘটনার আগেই কারাগারে যাওয়া রুবেলের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক।

এ বিষয়ে হবিগঞ্জ জেলা পুলিশের এক কর্মকর্তা বলেন, তদন্তে ঘটনার সময় যদি তার কারাগারে থাকার বিষয়টি সত্য হয় তাহলে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।