ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
আদিতমারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতীকী ছবি

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারীতে নর্দমায় ডুবে অতুষী রানী (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

রোববার (২৭ আগস্ট) দুপুরের দিকে উপজেলার ভাদাই ইউনিয়নের আদিতমারী গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

অতুষী ওই গ্রামের রতন চন্দ্রের মেয়ে।  

ভাদাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কৃষ্ণকান্ত রায় বিদুর জানান, বাড়ির উঠানে খেলা করছিল অতুষী। এ সময় পাশে থাকা নর্দমায় পড়ে যায় সে। পরে বাড়ির লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।