ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগি লাইনচ্যুত, গোয়ালন্দ-রাজবাড়ী ট্রেন চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
বগি লাইনচ্যুত, গোয়ালন্দ-রাজবাড়ী ট্রেন চলাচল বন্ধ

রাজবাড়ী: গোয়ালন্দ ঘাট থেকে খুলনাগামী নকশী কাঁথা ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় গোয়ালন্দ থেকে রাজবাড়ী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২৮ আগষ্ট) দুপুর সোয়া ১টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমনাথ বসু জানান, গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে আসা খুলনাগামী নকশী কাঁথা ট্রেনটি স্টেশন ছেড়ে কিছু দূর যাওয়ার পর বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে গোয়ালন্দ-রাজবাড়ী রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রাজবাড়ী রেলওয়ে স্টেশনের তত্ত্বাবধায়ক তন্ময় দত্ত জানান, গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে আসা খুলনাগামী নকশী কাঁথা ট্রেনটি দুপুর সোয়া ১টার দিকে স্টেশন ছেড়ে কিছু দূর আসার পর বগি লাইনচ্যুত হয়। তবে ইঞ্জিন সামনের দুইটি বগি নিয়ে রাজবাড়ী এসেছে। লাইনচ্যুত বগিটি উদ্ধারের জন্য রেলওয়ে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা করেছে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।