ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

স্কুলেও মারামারি করেন শিক্ষক দম্পতি, দুইজনকেই বদলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
স্কুলেও মারামারি করেন শিক্ষক দম্পতি, দুইজনকেই বদলি

বরগুনা: পারিবারিক কলহ থেকে স্কুলে গিয়েও মারামারি করতেন বরগুনার আমতলীর উত্তর গোজখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক দম্পতি। এতে অনেক শিক্ষার্থীরা স্কুলে যাওয়া বন্ধ করেছিল।

অবশেষে ওই শিক্ষক দম্পতিকে বদলি করা হয়েছে।

রোববার (২৮ আগস্ট) তারা নতুন স্কুলে যোগদান করেছেন। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সফিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, উত্তর গোজখালী সরকারি প্রাথমিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান ও তার স্ত্রী সহকারী শিক্ষিকা নুরুন নাহার সিদ্দিকা নিরুর মধ্যে পারিবারিক কলহ চলে। তারা স্কুলে গিয়েও অহরহ মারধরে লিপ্ত হন। তাদের এমন কর্মকাণ্ড ও আচরণে স্কুলের শিক্ষার পরিবেশ ও লেখাপড়া বিঘ্নিত হয়। শিক্ষার্থীরাও অনেকে স্কুলে আসা বন্ধ করে দেয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সফিউল আলম বলেন, ওই দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠলে তা তদন্ত করে সত্যতা পাওয়া যায়। পরে তাদের অন্য স্কুলে ডেপুটিশনে বদলি করা হয়। রোববার সিদ্দিকুর রহমান উত্তর পূর্ব চিলা এবং নুরুননাহার সিদ্দিকা নিরু গেড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেছেন।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।