ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

আবার ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল সিলেট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
আবার ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল সিলেট

সিলেট: আবারো ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট। এবার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের জাফলং সংলগ্ন ডাউকি ফল্টে।

উৎপত্তিস্থলে ৪ দশমিক ৬ মাত্রায় ভূমিকম্প হয়েছে, এমনটি জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে।   

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর ১ টা ১৩ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে আতঙ্কিত লোকজন বাসাবাড়ি থেকে বেরিয়ে আসেন।

সিলেট আবহাওয়া অধিদপ্তর সিলেটের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, ভূমিকম্প হয়েছে শুনেছি। তবে ঢাকায় অবস্থান করায় কিছু বলতে পারছি না।  

ভূমিকম্প সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ মো. রোবায়েত কবীর বাংলানিউজকে বলেন, সিলেটে মৃদু ভূমিকম্প হয়েছে। এর উৎপত্তিস্থল সিলেটের পার্শ্ববর্তী এলাকায়। কিন্তু এখনো উৎপত্তিস্থল ও মাত্রা নির্ণয় করা যায়নি।

সিলেট আবহাওয়া অফিসের একটি সূত্র জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা থেকে ১৮ কিলোমিটার দূরে  ডা্উকি ফল্টে। ৪ দশমিক ৬ মাত্রায় হয়েছে, বলে জানিয়েছে ওই সূত্র।  

এর আগে গত ১৪ আগস্ট রাত ৮টা ৪৯ মিনিটে ৫ দশমিক ৫ মাত্রায় ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। ফের মৃদু ভূমিকম্পে এ অঞ্চলের মানুষের মাঝে আতঙ্ক বেড়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
এনইউ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।