ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সচিবালয়ে শোক দিবসের খাবার নিয়ে মারামারি, কর্মচারী আহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
সচিবালয়ে শোক দিবসের খাবার নিয়ে মারামারি, কর্মচারী আহত

ঢাকা: সচিবালয়ে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে খাবার নিয়ে মারামারিতে জড়িয়েছেন কর্মচারীরা। এতে এক কর্মচারী গুরুতর আহত হন।

তাকেসহ বাকি আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার (৩০ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচি শেষে দুপুর আড়াইটায় খাবার বিতরণ শুরু হয়। এক পর্যায়ে খাবার নিয়ে ব্যাপক কাড়াকাড়ি শুরু হয়ে যায়। এ সময় খাবার নিতে সমবায় সমিতির অফিসে ঢুকলে বিদ্যুৎ বিভাগের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক দিদারুল আলমকে লক্ষ্য করে কেউ একজন বোতল ছোড়ে।  

এতে দিদারুল আলমের মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দিদারুল ছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, অনুষ্ঠানে আসা বেশির ভাগ কর্মকর্তা-কর্মচারী খাবার পাননি। এজন্যই খাবার নিয়ে কাড়াকাড়ি হয়।  

জানা গেছে, জাতির পিতার ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ এবং বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতি আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের আয়োজন করে। বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর আড়াইটার দিকে কর্মসূচি শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
জিসিজি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।