হবিগঞ্জ: জেলায় সৃষ্ট হওয়া বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে শত কোটি টাকার প্রকল্প নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
এ অর্থের ৪০ কোটি টাকা খরচ হবে জেলার নয় উপজেলার ১২ সড়ক সংস্কারে।
এলজিইডি হবিগঞ্জ কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী মো. এমদাদুল হক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। বুধবার (৩০ আগস্ট) রাতে তিনি জানান, প্রকল্পের নাম ‘এডিবির জরুরি সহায়তায় বন্যা ২০২২-এ ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্বাসন’। প্রকল্পের মেয়াদ চলতি বছরের এপ্রিল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত।
প্রস্তুত করা তালিকায় নবীগঞ্জ, সদর, আজমিরিগঞ্জ, বাহুবল ও মাধবপুর উপজেলায় একটি করে, চুনারুঘাট ও লাখাই উপজেলায় দুইটি করে এবং বানিয়াচং উপজেলার তিনটি সড়ক রয়েছে।
ক্ষতিগ্রস্ত কোন সড়ক কখন সংস্কার করা হবে, সেটার অগ্রাধিকার তালিকা করা হয়েছে। দরপত্র সংশ্লিষ্ট কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যেই কাজ শুরু হবে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ০৭১২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
এমজে