ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বোয়ালমারীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
বোয়ালমারীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৫

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে তিনটি রামদা, একটি চাইনিজ কুড়াল ও একটি লোহার রড জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (৩০ আগস্ট) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার চর বনমালিপুর এলাকার একটি মেহগনি বাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- জাকির হোসেন (৪৫), পিকুল শেখ (৪৮), এরশাদুজ্জামান ইমন (৪১), সবুজ শেখ (৩৮) ও আনোয়ার শেখ (৫০)। তাদের বাড়ি ফরিদপুর জেলাসহ বিভিন্ন জেলায়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব বাংলানিউজকে বলেন, গ্রেপ্তাররা আন্তঃজেলা ডাকাত, দস্যু, প্রতারক এবং চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের নামে ফরিদপুর ও আশপাশের জেলায় একাধিক ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, চুরি, মাদক, প্রতারণাসহ অন্যান্য মামলা আছে।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।