ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাবার সঙ্গে গরু-ছাগল দেখতে গিয়ে আর ঘরে ফেরা হলো না দিপুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
বাবার সঙ্গে গরু-ছাগল দেখতে গিয়ে আর ঘরে ফেরা হলো না দিপুর

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে বাবার সঙ্গে গরু-ছাগল দেখতে গিয়ে ইজিবাইক উল্টে দিপু চন্দ্র (৫) নামে এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরের দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের জিয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দিপু জিয়ার বাজার সংলগ্ন ডাক্তারপাড়া এলাকার মানিক চন্দ্র দাসের ছেলে।

এ ঘটনায় ইজিবাইক চালককে স্থানীয়রা আটক করলেও পরে কৌশলে সেখান থেকে তিনি পালিয়ে যান।

নিহত দিপুর মানিক চন্দ্র জানান, বাড়ি সংলগ্ন সড়কের পাশে পতিত এক জমিতে গরু-ছাগল বাধা ছিল। দিপু আমার সঙ্গে সেই গরু-ছাগল দেখতে যায়। ফেরার সময় দৌড় দিয়ে সে রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি ইজিবাইক ব্রেক কষলে সেটি উল্টে দিপুর ওপর পড়ে। এতে তার নাক ও মুখ দিয়ে প্রচণ্ড রক্তক্ষরণ হয়। স্থানীয়দের সহযোগিতায় ছেলেকে উদ্ধার করে সৈয়দপুর ১০০
শয্যা হাসপাতালে নিয়ে যাই। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে দিপুকে মৃত ঘোষণা করে।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নাজমুল হুদা বলেন, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়।

সৈয়দুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।