ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

বোয়ালমারীতে ১৩ মামলার আসামি গ্রেপ্তার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
বোয়ালমারীতে ১৩ মামলার আসামি গ্রেপ্তার 

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জাহিদ শেখ (৪০) নামে নারী নির্যাতনসহ ১৩ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার জাহিদকে বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরের দিকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

 

জাহিদ ওই উপজেলার গুনবহা ইউনিয়নের গুনবহা গ্রামের মান্নান শেখের ছেলে। তার বিরুদ্ধে নারী নির্যাতনসহ মোট ১৩টি মামলা চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার (৩০ আগস্ট) বিকেলে বোয়ালমারীর গুনবহা তালতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

থানা সূত্রে জানা গেছে, সম্প্রতি ফরিদপুর শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল জাহিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে তার অনুপস্থিতিতে এক বছরের সশ্রম কারাদণ্ডের রায় দেন আদালত। রায়ের আগে থেকেই জাহিদ পলাতক ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে চুরি, মারধর, মাদক, দ্রুত বিচারের অপরাধ, সরকারি কাজে বাধাদানসহ সর্বমোট ১৩টি মামলা চলমান রয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, গ্রেপ্তার জাহিদের নামে মোট ১৩টি মামলা রয়েছে। তার নামে এক বছরের সাজা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।