ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পুরান ঢাকায় দুই দোকানে আগুন, ক্ষতি লাখ টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৩
পুরান ঢাকায় দুই দোকানে আগুন, ক্ষতি লাখ টাকা

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজার এলাকায় দুটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ১১টা ২৭ মিনিটে আগুন লাগার সংবাদে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়। ১১টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, হানিফ বিরিয়ানির পাশে দুটি ছোট দোকানে আগুন লেগেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক ত্রুটি থেকে এই আগুনের ঘটনা ঘটে। এই আগুনে আনুমানিক এক লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৩
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।