ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল নানি-নাতির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৩
পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল নানি-নাতির

নড়াইল: নড়াইলের লোহাগড়ায় পুকুরে গোসল করতে নেমে নানি হিঙ্গুল বেগম (৬৫) ও নাতি শিশু জাহিদ হোসেন (৬) এর মৃত্যু হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শালনগর ইউনিয়নের শেখপাড়া বাতাসি গ্রামে এ ঘটনা ঘটে।

বৃদ্ধা হিঙ্গুল বেগম ওই গ্রামের মৃত সরোয়ার খানের স্ত্রী ও শিশু জিহাদ লাহুড়িয়া গ্রামের জাহিদ শেখের ছেলে।

জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে নাতি জিহাদকে নিয়ে গোসল করার জন্য প্রতিবেশী রুবায়েত খানের পুকুরে উদ্দেশে বাড়ি থেকে বের হন বৃদ্ধা হিঙ্গুল বেগম। আনুমানিক ৪টার দিকে স্থানীয়রা পুকুরে মরদেহ দুইটি ভাসতে দেখে উদ্ধার করে স্বজনদের খবর দেন। স্বজনরা মরদেহ শনাক্ত করে লোহাগড়া থানা পুলিশে খবর দেন।

শালনগর ইউপি সদস্য মো. সাজ্জাদুল হোসেন বাংলানিউজকে বলেন, বাবা মায়ের বিচ্ছেদের পর থেকে শিশু জিহাদ নানা বাড়িতে থাকতেন। এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, নানি-নাতির এমন মর্মান্তিক মৃত্যুর খবর দুঃখজনক। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল সম্পন্ন করেছেন। তদন্ত করে দেখা হচ্ছে এটি দুর্ঘটনাবশত মৃত্যু, নাকি অন্যকোনো কারণ আছে।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।