ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সালথায় চায়না কার্বন ফ্যাক্টরির গোডাউনে অগ্নিকাণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
সালথায় চায়না কার্বন ফ্যাক্টরির গোডাউনে অগ্নিকাণ্ড

ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের জয়কাইল এলাকায় ‘বাংলাদেশ হুংলি লিমিটেড’ নামে চায়না কার্বন ফ্যাক্টরির গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনগণের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সোমবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।  

জানা যায়, চায়না কার্বন ফ্যাক্টরির গোডাউনে রক্ষিত পাটকাঠিতে অগ্নিকাণ্ডে বস্তার ভেতরের কার্বন পুরো পুড়ে যায়। তবে ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিক ও মালিকপক্ষের কোনো লোকজন অগ্নিদগ্ধ হননি। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ফ্যাক্টরিটির মালিকপক্ষের লোকজনের।  

সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় ৮ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফ্যাক্টরিটির মালিকপক্ষ চায়নার লোকজন। তাদের দাবি, এ অগ্নিকাণ্ডে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।