ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে রং দিয়ে মাছ বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
বাগেরহাটে রং দিয়ে মাছ বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা

বাগেরহাট: বাগেরহাটে রং মিশ্রিত পানিতে ভিজিয়ে মাছ বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাটের কেবি ও ফতেপুর বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানা করেন।

তিনি বলেন, মূল্য তালিকা না থাকা ও মাছে রং মেশানোর  অপরাধে  ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪৩ ধারায়  ৩ মাছ ব্যবসায়ীকে ৫ হাজার  টাকা জরিমানা করা হয়।  রং মেশানো মাছগুলো নষ্ট করা হয়েছে।

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান আরও বলেন, এর আগেও মাছে রং মেশানোর অপরাধে একাধিক মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মাছে রং মেশানোর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।