ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বন্দরে ডোবায় ডুবে ভাই-বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৩
বন্দরে ডোবায় ডুবে ভাই-বোনের মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরের আমিন এলাকায় একটি ডোবায় ডুবে সামির ও তিশা নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৮ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের দেওয়া সংবাদে নারায়ণগঞ্জ নৌ থানা পুলিশ দুইজনের মরদেহ উদ্ধার করেছে।

নিহত দুই ভাই-বোন বন্দরের আমিন এলাকায় অটোরিকশাচালক কামালের সন্তান। তারা একই এলাকায় হাসান হোসেনের বাড়িতে ভাড়া থাকত।

নারায়ণগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণের জন্য কাটা মাটির পাশে ডোবায় জোয়ারের জমে থাকা পানিতে খেলতে নেমে গতকাল থেকে নিখোঁজ ছিল তারা। আজ স্থানীয়রা তাদের মরদেহ ভাসতে দেখে খবর দিলে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৩
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।