ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

কুরিয়ার সার্ভিসে আসা ১০ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৩
কুরিয়ার সার্ভিসে আসা ১০ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ

মাদারীপুর: মাদারীপুরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসা বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।  

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজৈর উপজেলার টেকেরেহাট বন্দরের সওদাগর কুরিয়ার সার্ভিস থেকে চায়না দুয়ারির একটি বড় চালান জব্দ করা হয়।

 

পরে রাজৈর উপজেলা মৎস্য অফিসে নিয়ে এসব চায়না দুয়ারি জাল ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজৈর সহকারী কমিশনার (ভূমি) খাদিজা আক্তার।

মৎস্য অফিস ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পাবনা থেকে অপূর্ব নামে এক প্রেরক টেকেরহাট বন্দরের সওদাগর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কার্তিক নামে এক প্রাপকের কাছে ২৩ বস্তা চায়না দুয়ারি জাল পাঠায়। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।  

রাজৈর উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক বলেন, চায়না দুয়ারির সবচেয়ে বড় চালান জব্দ করে ধ্বংস করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।