ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনা মন উজাড় করে দেশের মানুষকে ভালোবাসেন: খাদ্যমন্ত্রী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৩
শেখ হাসিনা মন উজাড় করে দেশের মানুষকে ভালোবাসেন: খাদ্যমন্ত্রী 

নওগাঁ: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, শেখ হাসিনা মন উজাড় করে দেশের মানুষকে ভালোবাসেন। তাহাজ্জুতের নামাজ পড়ে দোয়া করেন।

তার নেতৃত্বেই বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল।  

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়ন আ.লীগ আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি।  

খাদ্যমন্ত্রী বলেন, বিএনপির আন্দোলনের শক্তি হারিয়ে ফেলেছে। তাদের সঙ্গে দেশের মানুষের সম্পৃক্ততা নেই। বিএনপি নেতাদের ভোট চাওয়ার মুখ নেই।

বিএনপি নেতা মির্জা ফখরুলের সমালোচনা করে তিনি আরও বলেন, জনগণই সব শক্তির মূল। বিদেশিদের কাছে ধর্না দিয়ে লাভ হবে না। কোনো ষড়যন্ত্রই আ.লীগের উন্নয়ন অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে পারবে না।

এ সমাবেশে সভাপতিত্ব করেন রসুলপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি প্রতাপ চন্দ্র মণ্ডল।  

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নিয়ামতপুর উপজেলা আ.লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব।  

সমাবেশে স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের নারী পুরুষ অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।