ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাঁটু গেড়ে শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
হাঁটু গেড়ে শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ঢাকা: ভারতে জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

রোববার (১০ সেপ্টেম্বর) একটি ছবিতে দেখা যায়, ঋষি সুনাক খালি পায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে কথা বলছেন।

ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ব্রিটিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করেন।

এ ছাড়া সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেলফি তোলেন।

গত ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভারতীয় সমকক্ষ নরেন্দ্র মোদির আমন্ত্রণে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি যান।

সেদিনই বিকেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে তার ভারতীয় সমকক্ষ নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন। দুই প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকের আগে তিনটি সমঝোতা স্মারক সই হয়।

রোববার বিকেলে নয়াদিল্লি থেকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিকেল ৩টা ৩৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বাংলাদেশ সময়: ২৩১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
এমইউএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।