ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আদালত থেকে পালানো ‘মাদক কারবারি’ ভারত সীমান্তে গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
আদালত থেকে পালানো ‘মাদক কারবারি’ ভারত সীমান্তে গ্রেপ্তার

হবিগঞ্জ: হবিগঞ্জ আদালতের এজলাস থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক কারবারি রাজু মিয়াকে (২৪) সিলেটের কোম্পানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১০ সেপ্টেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) নির্মলেন্দু চক্রবর্তী।

কোম্পানীগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

গ্রেপ্তার রাজু জেলার মাধবপুর উপজেলার উপজেলার শিবরামপুর গ্রামের গ্রামের চান বাদশা মিয়ার ছেলে।

এএসপি নির্মলেন্দু চক্রবর্তী বলেন, গত শনিবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে রাজুর বাড়িতে তল্লাশি চালিয়ে হাতকড়াটি জব্দ করা হয়েছিল। রোববার প্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন কৌশলে তাকে সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, গত ৩১ আগস্ট ১৬৪ বোতল ফেনসিডিলসহ রাজুকে আটকের পর মাধবপুর থানায় সোপর্দ করে র‌্যাব। পুলিশের করা পাঁচদিনের রিমান্ড আবেদন শুনানির জন্য গত বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) তাকে আদালতে নেওয়া হয়।

রিমান্ড আবেদন শুনানির জন্য রাজুকে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতের এজলাসে তোলা হয়। সেখান থেকে হাতকড়াসহ তিনি দৌড়ে পালিয়ে যান। পরে এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।