ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নানাবাড়ি বেড়াতে এসে লাশ হলো নাতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
নানাবাড়ি বেড়াতে এসে লাশ হলো নাতি ফাইল ফটো

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মূলগাঁও এলাকায় নানাবাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

মৃত ইফরান (৭) নরসিংদীর মাধবদী থানার খালপাড় এলাকার মুমিন মিয়ার ছেলে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল আলীম জানান, গত ৭ সেপ্টেম্বর কালীগঞ্জ উপজেলার মূলগাঁও এলাকায় নানার বাড়ি বেড়াতে আসে ইফরান। সোমবার দুপুরে ৪-৫ জন শিশুর সঙ্গে তার নানার বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে সাঁতার না জানায় সে পুকুরের পানিতে ডুবে যায়। এ সময় অন্য শিশুরা চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ইফরানকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
আরএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।