ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে ট্রলির ধাক্কায় মাদরাসাছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
আদিতমারীতে ট্রলির ধাক্কায় মাদরাসাছাত্র নিহত প্রতীকী ছবি

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারীতে শ্যালো ইঞ্জিনচালিত একটি ট্রলির ধাক্কায় মনির হোসেন (১২) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছেন।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের হাজীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের বকশীটারি এলাকার আবু তালেবের ছেলে। সে স্থানীয় জামতলা হাফিজিয়া মাদরাসার ছাত্র ছিল।  

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো চাপারহাট ভেলাবাড়ী বাইপাস সড়ক হয়ে হেঁটে জামতলা হাফিজিয়া মাদরাসায় যাচ্ছিল মনির। পথে হাজীগঞ্জ এলাকায় এলে পেছন থেকে আসা বালুভর্তি একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় মনির। স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয়রা ঘাতক ট্রলিটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।  

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।