ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শুক্রবার আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
শুক্রবার আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা

ঢাকা: শুক্রবার (১৫ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আহ্বান করা হয়েছে । সন্ধ্যা পৌনে ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে (গণভবন) মনোনয়ন বোর্ডের এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

মনোনয়ন বোর্ডের এ সভায় নাটোর-৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়া হবে বলে জানা গেছে। গত ৩০ আগস্ট নাটোর-৪ আসনের এমপি আব্দুল কুদ্দুসের মৃত্যু হয়। তার মৃত্যুতে এই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
এসকে/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।