ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢামেকে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
ঢামেকে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামির মৃত্যু সুরুত আলী গাজী: ফাইল ফটো

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুরুত আলী গাজী (৭৭) নামে মানবতাবিরোধী অপরাধ মামলার এক আসামির মৃত্যু হয়েছে। তার হাজতি নম্বর- ৩৯৭৫৯/২৩

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুভাষ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।

হাজতি সুরুত আলী গাজীকে কিডনি ও লিভারজনিত অসুস্থতার কারণে ঢাকা কেন্দ্রীয় কারাগারের চিকিৎসকের অনুমতিতে গত ২ সেপ্টেম্বর বিকেলের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের নতুন ভবনে বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে তার মৃত্যু হয়।

সুরুত আলী গাজী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার তারানীপুর গ্রামের বাসিন্দা ছিলেন।  

গত ২৪ আগস্ট মানবতাবিরোধী অপরাধ মামলা নিষ্পত্তির জন্য তাকে সাতক্ষীরা জেলা কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।