ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে ঠিকাদার হত্যা: দুই শ্রমিক গ্রেপ্তার

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
মৌলভীবাজারে ঠিকাদার হত্যা: দুই শ্রমিক গ্রেপ্তার

মৌলভীবাজার: মৌলভীবাজারে ঠিকাদার সিরাজুল ইসলাম হত্যার ঘটনায় দুই শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শনিবার (১৬ সেপ্টেম্বর) মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহাম্মদ হারুনূর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে মজুরি নিয়ে সিরাজুলের সঙ্গে শ্রমিক মুমিন, জাহিরসহ চারজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর জেরে মুমিন ও জাহিরসহ অজ্ঞাতপরিচয় কয়েকজন মিলে ওই ঠিকাদারকে জখম করে হত্যা করেন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের ছিকরাইল গ্রাম থেকে ঠিকাদার সিরাজুলের মরদেহ উদ্ধার করা হয়।  পরে ভিকটিমের ছোট ভাই নুরুল ইসলাম হত্যার ঘটনায় থানায় অভিযোগ দেন। পুলিশ অভিযান চালিয়ে দুই শ্রমিককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা, লোহার রড, ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন ও টাকা উদ্ধার করা হয়। আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।