ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কমলগঞ্জে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু, আহত ২

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
কমলগঞ্জে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু, আহত ২

মৌলভীবাজার: কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে জোসনা বেগম (৩১) এক নারী নিহত হয়েছেন। এসময় তার কোলে থাকা আবিদুর রশীদ নামে সাড়ে ৬ বছরের এক শিশুসহ যুবক আহত হয়।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টার দিকে ভানুগাছ স্টেশনের আউটার সিগন্যালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার মো. কবির আহমদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত ট্রেনটি আউটার সিগনালের কাছে আসলে সেখানে বসে থাকা একজন যুবক, মহিলা ও এক শিশু দেখতে পেয়ে চালক হুইসেল দিয়ে ট্রেন থামানোর চেষ্টা করে।

এ সময় প্রাণে বাঁচতে যুবক লাইন থেকে একটি খাদে লাফিয়ে পড়ে আহত হন। কিন্তু নারী ও শিশুটি সরতে না পারায় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নারীর মৃত্যু হয়। নারীর কোলে থাকা ৬ বছরের শিশু আবিদুল রশীদ ছিটকে পড়ে মারাত্মক আহত হয়।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
বিবিবি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।