ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিজ ঘরে ঝুলছিল জবি শিক্ষার্থীর মরদেহ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
নিজ ঘরে ঝুলছিল জবি শিক্ষার্থীর মরদেহ মেহেদী হাসান রাব্বী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাড়ি থেকে মেহেদী হাসান রাব্বী নামের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মৃত রাব্বী বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের (২০১৬-১৭) শিক্ষার্থী।

রাব্বী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পৌর শহরের কলেজপাড়া এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে।  

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে গ্রামের নিজ বাসায় তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (১৭ সেপ্টেম্বর) রাব্বী ঘরের দরজা বন্ধ করে ঘুমাতে যান। সোমবার সকালে তাকে পরিবারের সদস্যরা ঘুমানো অবস্থায় দেখেন। কিন্তু দুপুরে তার দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। অনেক চেষ্টা করে দরজা খুলতে না পেরে শেষে দরজা ভেঙে দেখে রাব্বীর মরদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জবি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আমিনুল ইসলাম বাবু জানান, রাব্বী জবি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের সহ-সভাপতি পদে ছিলেন। আমরা জানতে পারি, রাব্বীর মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। সোমবার বাদ এশা তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।

রাব্বীর বিষয়ে বিভাগীয় চেয়ারপারসন অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ছেলেটি আমার নিজ জেলার হওয়ার কারণে কাছ থেকে চিনি। ছেলেটি খুব অমায়িক ছিলেন। এক বছর আগে তার বাবা মারা গেছেন। এজন্য তার খুব মন খারাপ থাকত। আমি সবসময় চেষ্টা করেছি তার খোঁজখবর নেওয়ার। কিন্তু মাঝে তিনি আর কিছু জানায়নি। তার মৃত্যুর খবর পাওয়া মাত্রই আমি ব্রাহ্মণবাড়িয়ায় রওয়ান দিই।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।