ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফকিরহাটে চিত্রা নদীতে নৌকাবাইচ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
ফকিরহাটে চিত্রা নদীতে নৌকাবাইচ নৌকাবাইচ

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে চিত্রা নদীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ৬৩তম চৈত্র সংক্রান্তি আয়োজনে চিত্রা নদীর গোয়ালখালী থেকে গোদাড়া পর্যন্ত প্রায় ১ কিলোমিটার নদী পথে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।

 

প্রতিযোগিতা দেখতে ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারীর বিভিন্ন এলাকা থেকে লক্ষাধিক মানুষ নদীর দুই পাড়ে ভিড় করে। বাইচে ১২টি দল অংশ নেয়।  

প্রতিযোগিতায় মা কামনা দল চ্যাম্পিয়ন এবং একতা কলিগাতি রানার্সআপ হয়েছে।  

প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ উভয় দলকে ফ্রিজ ও অংশ নেওয়া সব নৌকার মালিককে টিভি উপহার দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফকিরহাট মুলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিটলার গোলদার, নলধা মৌভোগ ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদসহ অনেকে।  

ফকিরহাট মুলঘর ইউপির চেয়ারম্যান হিটলার গোলদার বলেন, নৌকাবাইচকে কেন্দ্র করে সকাল থেকেই উৎসবের আমেজ সৃষ্টি হয়। অনেকেই দূর-দূরান্ত থেকে এসে ঐতিহ্যবাহী এ উৎসব উপভোগ করেছেন।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।