ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডোমারে ডেন্টাল কেয়ার হোমকে ৩০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
ডোমারে ডেন্টাল কেয়ার হোমকে ৩০ হাজার টাকা জরিমানা

নীলফামারী: মিথ্যা প্রচারণা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করায় নীলফামারীর ডোমার উপজেলার ডেন্টাল কেয়ার হোম নামে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি এ জরিমানা করেন।

সূত্র জানায়, বিলবোর্ডে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে জনসাধারণকে বিভ্রান্ত করা ও যথাযথ স্বাস্থ্যবিধি না মানার কারণে ওই প্রতিষ্ঠানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।  

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং ডোমার থানা পুলিশের সহায়তায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, জনস্বার্থে এমন অভিযান চলবে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।