ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

দাশেরহাট বাজারে আগুন লেগে পুড়ল ১০ দোকান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
দাশেরহাট বাজারে আগুন লেগে পুড়ল ১০ দোকান

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের দাশেরহাট বাজারে আগুন লেগে ১০ দোকান পুড়ে গেছে।  

শুক্রবার (২২ সেপ্টেম্বর) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, ভোরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ১০ দোকান দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৬৪ লাখ টাকা ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্তদের।  

পুড়ে যাওয়া দোকানের মধ্যে রয়েছে, রড-সিমেন্ট, মোবাইল সার্ভিসিং, প্লাস্টিকসামগ্রী, ফার্নিচার, ফার্মেসি, মুদি ও চা দোকান।

দাশেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর বাংলানিউজকে অগ্নিকাণ্ড এবং ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।