ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
ফরিদপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, আহত ৪ ফাইল ফটো

ফরিদপুর: ফরিদপুরে গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে তুলসী রানী সরকার (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন।

 

আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের মাচ্চর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জাহিদ মুন্সী।

এর আগে শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের পরানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে বাকচর গ্রামের দুই নারীসহ পাঁচজন বৃষ্টির মধ্যে কৃষিকাজ ও গরুর জন্য মাঠে ঘাস কাটতে যান। এ সময় বজ্রপাতে পাঁচজন আহত হন। ঘটনাস্থলের একটু দূরে মাঠে কাজ করা কৃষকরা ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথে তুলসী রানী সরকার মারা যান।  
আহত আলামিন সর্দার (২০), আলামিন শেখ (৩৫), রোফাল সরদার (৪৫), চিনু রানী সরকারকে (৪২) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।