ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সরকারের পতন না করে মাঠ ছাড়বো  না: নজরুল ইসলাম খান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
সরকারের পতন না করে মাঠ ছাড়বো  না:
নজরুল ইসলাম খান

ঝালকাঠি: সরকারের পতন না করে আমরা মাঠ ছাড়বো না। সারাদেশ অচল করে ঘেরাও করে রাখা হবে।

আগামী কিছু দিনের মধ্যেই সরকারের পতন ঘটানো হবে। এ সরকারের পতন হবেই হবে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান মন্তব্য করে বলেছেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আমাদের সরকার নির্বাচন করার অধিকার অর্জন করেছিলাম ।

কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার (২৩ মার্চ) বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর অভিমুখে রোড মার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

শনিবার দুপুর ১টায় ঝালকাঠি শহরের প্রবেশদ্বার পেট্রোলপাম্প মোড়ে এসভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথির বক্তৃতা করেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী শাহজাহান ওমর বীরউত্তম,  যুগ্ম মহাসচিব সাবেক এমপি হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় নেতা আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, নাজিমুদ্দিন আলম, যুবদল সভাপতি সুলতান সালাহ উদ্দিন টিপু, স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, বিএনপি নেতা রফিকুল ইসলাম জামাল প্রমুখ।

ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে পথসভা সঞ্চালনা করেন সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন।

বাংলাদেশ সময় : ১৯১৯ ঘন্টা, সেপ্টেম্বর ২৩,২০২৩
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।