ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সবার অজান্তে লাশ হলো তিন বছরের শিশু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
সবার অজান্তে লাশ হলো তিন বছরের শিশু প্রতীকী ছবি

বরিশাল: খেলার ছলে বাড়ির পুকুরের পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মৃত শিশু ফাতেমা আক্তার বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাকোকাঠি গ্রামের আবুল হোসেন খানের মেয়ে।

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পরিবারের সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে স্থানীয় সংবাদকর্মী কেএম সোহেব জুয়েল বলেন, ফাতেমাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। পরবর্তীতে বাড়ির পাশের পুকুর থেকে তাকে (ফাতেমা) উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।