ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

বরগুনায় ১২ প্রতিবন্ধী পেল উপবৃত্তির টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
বরগুনায় ১২ প্রতিবন্ধী পেল উপবৃত্তির টাকা

বরগুনা: বরগুনার আমতলী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ১২ জন প্রতিবন্ধীর প্রত্যেককে ৭ হাজার ২০০ টাকা করে মোট শিক্ষা উপবৃত্তির ৮৬ হাজার ৪০০ টাকা বিতরণ করা হয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে এনএসএস প্রশিক্ষণ কেন্দ্রে নেদারল্যান্ড ভিত্তিক দাতা সংস্থা লিলিয়ানী ফন্ডসের অর্থায়নে সেন্টার ফর ডিজিবিলিটি ইন ডেভেলপমন্টে-সিডিডির কারিগরি সহযোগিতায় এনএসএস এ টাকা বিতরণ করে।

এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওসার।

সভায় বক্তব্য রাখেন সাংবাদিক জাকির হোসেন, এনএসএস এর প্রোগ্রাম পরিচালক মো. শহীদুল ইসলাম ও মো. জহিরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।