খাগড়াছড়ি: সাজেক থেকে ফেরার পথে খাগড়াছড়ির দীঘিনালা থেকে হিল উইমেন্স ফেডারেশনের ‘অপহৃত’ তিন নারী নেত্রীকে ‘মুক্তি’ দেওয়া হয়েছে।
দীঘিনালার বনবিহার এলাকায় তাদের ‘মুক্তি’ দেওয়ার কথা জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন।
এক বিবৃতিতে সংগঠনটি জানায় রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে তাদের মুক্তি দেওয়া হয়। এর আগে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ‘ইউপিডিএফ’ সমর্থিত নারী সংগঠন ‘হিল উইমেন্স ফেডারেশনে’র কেন্দ্রীয় সদস্য ও খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক অ্যান্টি চাকমা, তাদের সদস্য কর্নিয়া চাকমা ও নীশা চাকমাকে অপহরণের অভিযোগ ওঠে।
সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিকা চাকমা সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানান, অপহরণের ২২ ঘণ্টা পর নব্য মুখোশ বাহিনী তাদের মুক্তি দিয়েছে। তারা এখন খাগড়াছড়ি এসে পৌঁছেছে।
তিনি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানান।
এর আগে শনিবার (২৩ সেপ্টেম্বর) সাজেক থেকে ফেরার পথে দীঘিনালা থেকে তাদের অপহরণ করার অভিযোগ ওঠে।
ওই রাতেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান অপহৃতদের মুক্তির দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘন্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
এডি/এসআই