ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

ছয় দফা দাবিতে ভ্রাম্যমাণ হকার্স শ্রমিকদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
ছয় দফা দাবিতে ভ্রাম্যমাণ হকার্স শ্রমিকদের মানববন্ধন

ঢাকা: হকার্সদের পুনর্বাসনের জন্য ঢাকার আশপাশে সরকারি খাস জমিতে হকার্স পল্লি গড়ে তোলা। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্য মাছ, মাংসসহ সব কিছু সর্বনিম্ন ১০০ গ্রাম বিক্রি বাধ্যতামূলক করাসহ ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ভ্রাম্যমাণ হকার্স শ্রমিক ঐক্য ফোরাম।

এসময় তারা জাতীয় পরিবহন হকার্স নীতিমালা প্রণয়নের দাবিও জানান।  

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে 'জাতীয় পরিবহন হকার্স নীতিমালা প্রণয়নের দাবিতে' আয়োজিত এক মানববন্ধনে তারা এসব দাবি জানান।

মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ ভ্রাম্যমাণ হকার্স শ্রমিক ঐক্য ফোরাম।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, হকার্সরা বাংলাদেশের অর্থনীতিতে সামান্য হলেও ভূমিকা পালন করে। তবে আমাদের এই পেশায় কোনো ভবিষ্যত বা নিশ্চয়তা নেই। এজন্য পরিবহন হকার্সদের স্থায়ীভাবে ব্যবসা পরিচালনার স্বার্থে হকার্স মার্কেট নির্মাণ করে তাদের মাঝে দোকান বরাদ্দ দিতে হবে। তাদের পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য প্রতিটি হাতপাতালে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করতে হবে।  

ভ্রাম্যমাণ হকার্স শ্রমিকদের দাবিগুলো হলো- 

১) জাতীয় হকার্স নীতিমালা প্রণয়ন করতে হবে।

২) হকার্সদের পুনর্বাসনের জন্য ঢাকার আশপাশে সরকারি খাস জমিতে হকার্স পল্লি গড়ে তুলতে হবে।  

৩) হকার্সদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র জমা রেখে সহজ শর্তে, সুদ মুক্ত ঋণ দিতে হবে।

৪) হকার্সদের পুনর্বাসনের লক্ষ্যে ১০০ কোটি টাকার হকার্স তহবিল গঠন করতে হবে।

৫) নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তার জন্য রেশনিং প্রথা চালু করতে হবে।

৬) নিত্য প্রয়োজনীয় পণ্য মাছ, মাংসসহ সর্বনিম্ন ১০০ গ্রাম বিক্রি বাধ্যতামূলক করতে হবে।

বাংলাদেশ ভ্রাম্যমাণ হকার্স শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি ইউসুফ আলী সিকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- ঐক্য ফোরামের সিনিয়র সভাপতি ফারুক আহমেদ জামালপুরী, সহ সভাপতি শেখ হোসাইন আহমেদ সোহেল, সহ সভাপতি মো. আলমগীর হোসেন মণ্ডল, সহ সভাপতি আইয়ুব আলী খান, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম আকন, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন সিকদার, সাংগঠনিক সম্পাদক কাজী মো. বোরহান উদ্দিন চিশতি, প্রচার সম্পাদক শেখ মো. আলী হায়দার, দপ্তর সম্পাদক মো. নাসির হোসাইন, অর্থ সম্পাদক মাওলানা তৌহিদুল ইসলাম, নাম প্রস্তাবকারক মো. হাবিবুর রহমান শামিম, মো. টগর হোসেন, মো. রাসেল, মো. সেলিম চৌধুরী, মো. মিজানুর রহমান ফকির, মো. বিল্লাল হোসেন মজনু, মো. শাহজাহান প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
ইএসএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।