ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঈদে মিলাদুন্নবী উদযাপনে রাজশাহীতে মানতে হবে যা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩
ঈদে মিলাদুন্নবী উদযাপনে রাজশাহীতে মানতে হবে যা

রাজশাহী: পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) আগামী বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) উদযাপিত হবে। প্রতিবছর সারা দেশের মতো রাজশাহীতেও জুশনে জুলুশ (শোভাযাত্রা), মিলাদ, ওয়াজ মাহফিলসহ নানা ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে দিনটি উদযাপিত হয়।

 

এ উপলক্ষে রাজশাহী মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।  

বুধবার (২৭ সেপ্টেম্বর) আরএমপির এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম জানান, ওই আদেশে বৃহস্পতিবার রাজশাহী মহানগর এলাকায় আতশবাজি ও পটকা ফোটানোসহ অন্যান্য ক্ষতিকারকদ্রব্য ব্যবহার, অস্ত্র ও লাঠি, বিস্ফোরকদ্রব্য বহন ও ব্যবহার এবং একইসঙ্গে উচ্চ স্বরে মাইক বাজানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

নিষেধাজ্ঞা চলাকালে আইন অমান্যকারীদের নামে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।