ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে বিদেশি মদের চালানসহ আটক ২

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
সুনামগঞ্জে বিদেশি মদের চালানসহ আটক ২ জব্দকৃত বিদেশি মদের চালান

সিলেট: সুনামগঞ্জে পৃথক অভিযানে ৯২৬ বোতলমদসহ দুই যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) জেলা সদর ও দোয়ারাবাজার উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার মৌলারপাড় এলাকার চাঁন মিয়ার ছেলে ফয়সাল(২২) এবং গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার পাইকদিয়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে রবিউল আলম রনি (৩১)।

র‌্যাব-৯ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার (মিডিয়া) আব্দুল্লাহ আল-নোমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ কোম্পানির একটি দল বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে দোয়ারাবাজারের মৌলারপাড় এলাকায় অভিযান চালায়। এ সময় ৯৫ বোতল বিদেশি মদসহ ফয়সালকে (২২) আটক করা হয়।  

একই দিন সকালে সুনামগঞ্জ সদরের ধারারগাঁও এলাকা থেকে ৮৩১ বোতল বিদেশি মদের চালানসহ র‌্যাবের হাতে আটক হন রবিউল আলম রনি (৩১)।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে পৃথক মামলা দায়ের করেছে র‌্যাব। জব্দকৃত আলামতসহ আটকদের দোয়ারাবাজার ও সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।